নিজস্ব প্রতিবেদন: কয়েকশ কোটি টাকার সোনা ও গহনা আটকে বউবাজের তিন গলিতে। সেগুলির নিরাপত্তা চাইছেন স্বৰ্ণ শিল্প বাঁচাও কমিটি। বউবাজারের মেট্রো টানেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত ৩ অবরুদ্ধ গলিতে আটকে রয়েছে কয়েকশ কোটি টাকার সোনা, অলংকার তৈরির সরঞ্জাম, কাঁচা মাল, হিসেবের লেনদেনের কাগজপত্র সমস্ত কিছুই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


চরম এই বিপর্যয়ে মাথায় হাত বউবাজারের কাঁচা সোনার পাইকারি ব্যাবসায়ী থেকে শুরু করে একাধিক হলমার্ক সেন্টারের ছোট ব্যবসায়ী এবং কারিগরদের। মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে বন্ধ বাড়ি ও ঘরে মজুত থাকা কাঁচা সোনা, অলংকার, হলমার্ক ছাপ দেওয়ার জন্য মজুত অলংকারসহ সরঞ্জাম যন্ত্রপাতি কাগজপত্র উদ্ধার করার আবেদন জানাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।


আরও পড়ুন: বউবাজার বিপর্যয়ের ধাক্কা! ১ বছর পিছিয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ


শনিবার সন্ধে নাগাদ মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয় বউবাজার এলাকা। বসে যায় এলাকার মাটি। ধসে যায় একাধিক বাড়ি। গৃহহীন হন ৫০-এরও বেশি পরিবার। প্রাণের দায়ে কার্যত এক কাপড়ে বেরিয়ে পড়েন তাঁরা। বউবাজার স্বর্ণব্যবসায়ীদের অন্যতম এলাকা হওয়ার কারণে এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েন তাঁরাও।