নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে একাধিক দুর্গাপুজো মণ্ডপ এবং ইস্কনের হামলার ঘটনাকে সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একবার জিজ্ঞাসা করুন ওদেশ থেকে কেন চলে এলেন? ব্রাত্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের নোয়াখালিতে ইস্কনের মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। মৃত্যু হয়েছে এক ভক্তের। এই ঘটনায় রবিবার কলকাতা-স্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান ইস্কনের সদস্যরা। এনিয়ে ব্রাত্য বসু (Bratya Basu) জানান,''অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কে কোথায় গিয়ে বিক্ষোভ দেখাবে এনিয়ে মন্তব্য করব না। আমি মনে করি, উপমহাদেশে ধর্ম ও সম্প্রদায় খুব সংবেদনশীল ব্যাপার। সমস্ত দেশের কর্তব্য সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। আমাদের দেশে নরেন্দ্র মোদীর জমানায় তা ব্যাহত হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে মমতাদি সমস্ত ধর্ম, সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিয়েছেন। সেটা কারও প্ররোচনায় ভাঙতে চাইলে যথোপযুক্তভাবে পদক্ষেপ করবে প্রশাসন।''


পাশাপাশি উৎসবের মরসুমে বিক্ষোভ প্রদর্শন করা অনুচিত বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাত্য (Bratya Basu)। তাঁর অভিমত,''পুজোর মরসুম চলছে। দুর্গাপুজো সবে গেছে। লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো আসছে। এইসময় শান্তভাবে আনন্দ করা ও কোভিডবিধি মেনে চলার কথা। প্ররোচনা তৈরি করতে চাইলে মানুষ ভালোভাবে নেবে না।'' 


ব্রাত্যকে পাল্টা দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর কথায়,''ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। উনি প্রতিভাবান নাট্যকার। ওঁর রাজনৈতিক সচেতনতা সম্পর্কে মানুষ অভিজ্ঞ। প্রতিভাকে সম্মান জানিয়ে বলছি তাঁর পূর্বপুরুষ ঢাকার মাটিতে দাঁড়িয়ে কোনও নাট্যকর্ম মানুষের সামনে তুলে ধরতে পারেননি। একবার জিজ্ঞাসা করুন ওদেশ থেকে কেন চলে এলেন? আজ তাঁর বিবেক বলছে সর্বধর্ম সমন্বয়ের কথা, সংখ্যালঘু নিরাপত্তার কথা। ওঁর পূর্বপুরুষের কাণ্ডজ্ঞান বলেছিল, ধর্ম বাঁচাতে যা পালা এখান থেকে। ওপারে যে মানুষরা রয়েছেন তাঁদের সঙ্গে বেইমানি করছেন। এই ধরনের বুদ্ধিজীবীরা বাংলার সর্বনাশ করছে।'' 


আরও পড়ুন-  Abbas Siddiqui-র বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ, কমিশনারকে চিঠি BJP-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)