নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়নি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা নেওয়া হতে পারে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার তিনি বললেন, ''মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর পরীক্ষার দিন জানানো হবে। দ্রুত ঘোষণা করব আমরা।''    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১ জুন থেকে মাধ্যমিক ও ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জেরে দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে লকডাউনের মতো বিধি জারির দিনই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন,জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হচ্ছে না। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে ঘোষণা করেছিল নবান্ন। এ দিন ব্রাত্য বসু (Bratya Basu) জানান,''পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। সংক্রমণের হার কমছে। আগামী দিনে আরও কমবে। আশাবাদের বাস্তব ভিত্তি রয়েছে।''  


বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে সকল ছাত্রছাত্রীদের একসঙ্গে অনলাইনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নেওয়া সম্ভব নয়। অফলাইনেই বিধি মেনে পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। বৈঠকে পর্ষদ ও সংসদের কর্তাদের বলা হয়েছে, করোনার দাপট কমলে কীভাবে সুরক্ষাবিধি মেনে পরীক্ষা নেওয়া যায়, তার তৈরি রাখতে হবে পরিকল্পনা। জটিলতা বর্জন করে সরল পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে শিক্ষা দফতর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সবটা নির্ভর করছে কোভিড সংক্রমণের মাত্রার উপরে। 
 


আরও পড়ুন- Madan-র আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, শুক্রবারই নারদ-মামলার শুনানি