নিজস্ব প্রতিবেদন:  বাড়ি থেকে উদ্ধার দুই ভাইয়ের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য  খিদিরপুর 49/5/H/146 কার্ল মার্ক্স সরণি রোডে। মৃতদের নাম ত্রিলোকি গুপ্তা (৫৮) ও ভোলা গুপ্তা (৫৩)। ওই ঘর থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার বোন শান্তি গুপ্তা। তাঁকে উদ্ধার করে এসএসকেএম-এ নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের তিন জনের মৃত্যুতে ধোঁয়াশায় পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রতিবেশীরা জানান, বুধবারের পর থেকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। বৃহস্পতিবার তা আরও প্রকট হয়ে ওঠে। শুক্রবার সকালে গন্ধের উত্স খুঁজতে গিয়ে ওই বাড়িতে যান প্রতিবেশীরা।


রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে ঘাটতি


বিপদ আশঙ্কা করেই তাঁরা সাউথ পোর্ট থানায় খবর দেন। পুলিস গিয়ে ওই বাড়ি থেকে দুই ভাইয়ের পচাগলা দেহ উদ্ধার করে। পাশেই বিছানায় পড়েছিলেন তাঁদের অসুস্থ বোন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিস। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণ, তা জানতে দেহ তিনটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।