প্রবীর চক্রবর্তী: মহাকরণে বুদ্ধদেব ভট্টাচার্য! এগারো বছর পর আবার মহাকরণে বুদ্ধদেব ভট্টাচার্য। শুনতে অবাক লাগছে? এই পর্যন্ত পড়ে নিশ্চয়ই নিজের চোখ-কানকে বিশ্বাস করতে পারছেন না? তবে চক্ষু-কর্ণের বিবাদের কোনও জায়গা-ই নেই। কারণ এটাই সত্যি। ২০১১-র পর আবার এগারো বছর বাদে ২০২২-এ মহাকরণে হাজির বুদ্ধদেব ভট্টাচার্য! মহাকরণের ঘরের দরজায় নেমপ্লেটে চকচক করছে নামটা... বুদ্ধদেব ভট্টাচার্য। কী ভাবছেন, ব্যাপারটা কী? তাহলে চলুন খোলসা করা যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১-র বিধানসভা নির্বাচন। রাজ্যের পালাবদলের সূচনা সেই নির্বাচনেই। বাংলায় দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। ভোটের ফলাফল বেরনোর পরই, ১৩ মে দুপুর ২টোয় রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর ক্যালেন্ডারের পাতায় ১১ বছর কেটে গিয়েছে। ২০১১-র পর ২০১৬, তারপর ২০২১ বিধানসভা নির্বাচন। হ্যাটট্রিক করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই সময়কালের মধ্যে মহাকরণের পথে আর কখনও পা বাড়াননি বুদ্ধদেব ভট্টাচার্য। কোনও কাজেও কখনও মহাকরণে আসেননি বুদ্ধবাবু। এগারো বছর পর আবার সেই নামটাই হঠাৎ জ্বলজ্বল করছে মহাকরণে!


আরও পড়ুন, DA for Bengal Govt: সময়সীমা পেরিয়ে গেলেও মেলেনি ডিএ, আদালত অবমাননার মামলা হল হাইকোর্টে



আসলে এ এক অদ্ভুত সমাপতনের গল্প। এই বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের অফিসার-ইন-চার্জ। মহাকরণের নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। তাঁরই ঘরের বাইরের নেমপ্লেটে জ্বলজ্বল করছে 'শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য' নামটা। যা চোখ এড়াচ্ছে না কারওরই। আসা-যাওয়ার পথে সবারই চোখে পড়ছে সেটি। নজরে টানছে বুদ্ধদেব ভট্টাচার্য নামের নেমপ্লেট!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)