মৃত্যুতেও আপষহীন তরুণ, শোকবার্তা বন্ধু বুদ্ধদেবের
শেষযাত্রায় তরুণ মজুমদারের দেহে জড়ানো ছিল পার্টির লাল পতাকা এবং গীতাঞ্জলি। সেই রবীন্দ্রনাথ ছিল দুই বন্ধুর পরম প্রিয়। একসঙ্গে নন্দনে বহু সময় অতিবাহিত দুজনে। একান্তে রবীন্দ্রচর্চায় বহু ভালো মুহুর্ত কাটিয়েছেন দুই বন্ধু।
মৌমিতা চক্রবর্তী: সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত চিত্র পরিচালক তরুন মজুমদার। অন্যদিকে পাম এভিনিউয়ের দুকামরার ফ্ল্যাটে নিজের অত্যন্ত কাছের বন্ধুকে হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
সাম্প্রতিক অতীতে এরকমই বিভিন্ন হৃদয়বিদারক খবর তাঁকে জানানো হয়নি। চেষ্টা করা হয়েছে যাতে তিনি সেই খবর না পান। যদিও হঠাৎই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু চিত্র পরিচালক তরুন মজুমদারের মৃত্যুর খবর তিনি পান সোমবার রাতে।
এরপরেই সামাজিক মাধ্যমে বন্ধুর উদ্দেশ্যে শোকবার্তা প্রেরণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শোকবার্তা টুইট করেন দলের আরেক নেতা সূর্যকান্ত মিশ্র। শোকবার্তায় তিনি লেখেন, "তাঁর পরিচালিত চলচ্চিত্র যেমন মানুষের মনে থেকে যাবে, তেমনই মানুষ মনে রাখবেন এমন এক মানুষকে যিনি আমৃত্যু ছিলেন আপোষহীন।"
আরও পড়ুন: Airport To Howrah Bus: চালু হল এয়ারপোর্ট-হাওড়া ননস্টপ বাস, একটাই ভাড়া ১০০ টাকা
শেষযাত্রায় তরুণ মজুমদারের দেহে জড়ানো ছিল পার্টির লাল পতাকা এবং গীতাঞ্জলি। সেই রবীন্দ্রনাথ ছিল দুই বন্ধুর পরম প্রিয়। একসঙ্গে নন্দনে বহু সময় অতিবাহিত দুজনে। একান্তে রবীন্দ্রচর্চায় বহু ভালো মুহুর্ত কাটিয়েছেন দুই বন্ধু।
বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও বহুদিন ধরে অসুস্থ। কার্যত গৃহবন্দী প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই বছরের শুরুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে বন্ধুর মৃত্যুর খবরেই ভেঙে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য।