Buddhadeb Bhattacharya Hospitalised: `রাইলস টিউব ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য`
শনিবার হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে যান সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মহ সেলিম ও সূর্যকান্ত মিশ্র। হাসপাতালে সূত্রে খবর, দলের দুই নেতার সঙ্গে কথা বলেন তিনি। এমনকী, কথা বলার সময়ে উঠে বসেছিলেন বেডে
মৈত্রেয়ী ভট্টাচার্য: অবশেষে রাইলস টিউব ছাড়াই স্যুপ খেতে পারলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Kolkata Airport: বিমানবন্দরে বোমাতঙ্কে প্রবল চাঞ্চল্য...তারপর রবি দুপুরে কী ঘটল! চলে এল বড় খবর
এক সপ্তাহ পার। আজ, রবিবার হাসপাতালে নবম দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। কেমন আছেন বুদ্ধবাবু? বন্ধ করা হয়েছে আইভি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ছাড়া কেমন থাকেন, সেটাই দেখতে চাইছেন চিকিৎসকরা।
রাইলস টিউব লাগানো এখনও। ফিজিওথেরাপিও চলছে। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ দিয়ে তরল ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করা হয়। ভালোভাবেই স্যুপ খেয়েছেন তিনি। গতকাল, শনিবার খুলে দেওয়া হয় ক্যাথিটার।
আরও পড়ুন: Bhangar: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কলকাতা পুলিসের ম্যাপে ভাঙড় ও কাশীপুর...