Buddhadeb Bhattacharya: `খুলে নেওয়া হয়েছে ক্যাথিটার, স্বাভাবিকভাবে খাওয়ানোর চেষ্টা চলছে বুদ্ধবাবুকে`
`রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে এখনও। মুখ দিয়ে যাতে খেতে পারেন, সেই চেষ্টা চলছে। ক্যাথিটার খুলে দিয়েছি। সবমিলিয়ে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল`।
মৈত্রেয়ী ভট্টাচার্য: 'আগের থেকে অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। শনিবার পর্যন্ত চলবে অ্য়ান্টি বায়োটিক'। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Mamata Banerjee: এই রায়ে I.N.D.I.A আরও শক্তিশালী হবে, রাহুলের ‘সুপ্রিম’ স্বস্তিতে খুশি মমতা
দেখতে এক সপ্তাহ পার। কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? এদিন আলিপুরের বেসরকারি হাসপাতালে এমডি রূপালি বসু বলেন, 'ফিজিওথেরাপি চলছে। ফুসফুসের চিকিৎসা চলছে। আইভি অ্য়ান্টি বায়োটিক শনিবার পর্যন্ত চলবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, আর অ্যান্টি বায়োটিক লাগবে কিনা। রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে এখনও। মুখ দিয়ে যাতে খেতে পারেন, সেই চেষ্টা চলছে। ক্যাথিটার খুলে দিয়েছি। সবমিলিয়ে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল'।
এর আগে গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সুপারিশে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ছিলেন প্রায় এক ঘণ্টা। বাইরে বেরিয়ে তিনি বলেন, 'ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বয়ষ্ক মানুষ, অনেক দিন ধরেই অসুস্থ। ম্যাজিকের মতো কোনও পরিবর্তন হবে না'।
আরও পড়ুন: Behala Accident: বেহালাকাণ্ডে ক্ষিপ্ত জনতা, ভাঙচুর-আগুন ট্রাফিক গার্ডে
দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ তিনি। একসময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য এখন শয্যাশায়ী। সংক্রমণের আশঙ্কায় তাঁর সঙ্গে কাউকে দেখা করারও অনুমতি দেন না চিকিৎসকরা। আচমকাই শ্বাসকষ্টে সমস্যা বেড়ে যাওয়ায়, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কবে? গত শনিবার।