নিজস্ব প্রতিবেদন: যাত্রী তোলা নিয়ে বাসের রেষারেষি থামানো যাচ্ছে না কোনও মতেই। ফের দুটি বাসের রেষারেষিতে বড়সড় দুর্ঘটনা ঘটল। মৃত্যু ঘটল বাসযাত্রীর। এবার হাওড়া ব্রিজের ওপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফের রেষারেষির জেরে দুর্ঘটনা, মৃত্যু।  শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ হাওড়া ব্রিজের  পনেরো ষোল নম্বর পিলারের মাঝখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।   দাস নগর ধর্মতলার রুটের দুটি বাস  হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল।  হাওড়া ময়দান থেকে দুটি বাসের মধ্যে শুরু হয় যাত্রী তোলা নিয়ে রেষারেষি।  হাওড়া ব্রিজে পিছনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে একটি বাসের পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় পেছনের বাসে ড্রাইভার কেবিনে আটকে পড়ে চালক। সামনের বাসটি দুর্ঘটনার পর চম্পট দেয়। পিছনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। রক্তাক্ত অবস্থায় আটকে পড়ে বাসটির চালক। গুরুতর জখম বেশ কজন যাত্রী।



আরও পড়ুন- বারাকপুর এবার কর্পোরেশন, শিল্পাঞ্চল দখলে রাখতেই কৌশলী সিদ্ধান্ত সরকারের, বলছে বিজেপি


দুর্ঘটনায় আহতদের কোনও ক্রমে বাস থেকে বের করে হাসপাতালে নিয়ে যায় পুলিস। হাসপাতালে মৃত্যু হয় মনোজ জৈন নামে এক যাত্রীর।  দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানচলাচল আধঘন্টার জন্য ব্যাহত হয়। পুলিশ পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।