ওয়েব ডেস্ক: বাইপাসে বাস দুর্ঘটনা। মুখোমুখি ধাক্কা দুই বাসের। আজ সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে, মানিকতলা মেইন রোড এবং ইএম বাইপাস ক্রসিংয়ে। CSTC-র একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বেসরকারি বাসের। বাস থেকে সেইসময়ই শিশু কোলে নামছিলেন এক মহিলা। দুর্ঘটনার জেরে পড়ে যান তিনি। হাত ফসকে পড়ে যায় শিশুটিও। পুলিস তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জন্মদিনে শুনে নিন কুমার শানুর গাওয়া অন্যতম সেরা ১০ গান


তবে দুজনেরই আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিত্সডকরা। বাসে থাকা বাকি যাত্রীদের কারোরই তেমন চোট-আঘাতের খবর নেই। CSTC বাসটিকে পরে আটক করে পুলিস।  


আরও পড়ুন  প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত ছাত্রী