ওয়েব ডেস্ক: সাত সকালেই কলকাতা শহরে বাস দুর্ঘটনা। বাবুঘাটের কাছে উল্টে গেল নাকতলা হাওড়া রুটের একটি মিনিবাস। আহত হয়েছে চালক, কন্ডাক্টর সহ বাসের সমস্ত যাত্রী। মোট ৮ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক বাসের চালক ও এক যাত্রী। হাওড়ার দিক থেকে বাসটি নাকতলার দিকে যাচ্ছিল। বাবুঘাটের কাছে উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোর লেন ভেঙে বাসটিকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ম্যাটাডোরটিকে ধরা যায়নি। শহরে এই রকম বেপরোয়া ড্রাইভিংয়ে কবে লাগাম টানবে সরকার, উঠছে প্রশ্ন। 


ভুল চিকিৎসায় রোগী মৃত্যু, চিকিৎসককে মার, রণক্ষেত্র ন্যাশনাল মেডিক্যাল কলেজ