নিজস্ব প্রতিবেদন : বাস, লরি ও ক্যাবের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকালে মোমিনপুরের কাছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তারাতলা ও মোমিনপুরের মাঝে রিমান্ড রোড ক্রসিং। সেই ক্রসিংয়ের উপর মুখোমুখি ধাক্কা লাগে সরকারি বাস, লরি ও একটি ওলা ক্যাবের। তিনদিক থেকে আসছিল তিনটি গাড়ি। তারাতলার দিক থেকে আসছিল ৭ডি রুটের একটি বাস। একইসময়ে ওই ক্রসিংয়ে উপর চলে আসে লরি ও ক্যাবটি।


আরও পড়ুন, সোদপুরে শুটআউট, প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা যুবক


সংঘর্ষের জেরে গুরুতর জখম হন অন্তঃসত্ত্বা ক্যাবযাত্রী। দুর্ঘটনার পর পরই তাঁকে সিএমআরআই হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, সংঘর্ষের অভিঘাতে বাসটি একটি দোকানের মধ্যে ঢুকে যায়। কেউ আহত না হলেও, দোকানটি পুরোপুরি ভেঙে গেছে।


দুর্ঘটনার ফলে সাময়িক যানজট তৈরি হয় ঘটনাস্থলে। তবে সকালের দিকে দুর্ঘটনাটি ঘটায়, বড়সড় বিপদ এড়ানো গেছে। দেখুন ভিডিও-