অয়ন ঘোষাল: বাস ভাড়া বাড়ানো হবে না। জানিয়ে দিল রাজ্য। ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পরিবহণ মন্ত্রীর। পাল্টা হুঁশিয়ারি বেসরকারি বাস মালিকদেরও। রাজ্যকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ালে রাস্তা থেকে তিন সপ্তাহ পরে তুলে নেওয়া হবে সমস্ত বাস। এমনটাই জানানো হয়েছে বাস মালিকদের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেসরকারি সবকটি গণ পরিবহণ সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তীর দীর্ঘক্ষণ বৈঠক হয়। মূলত বাস ভাড়া বৃদ্ধি এবং পুলিসি জুলুম নিয়ে তাদের এই বৈঠক হয়। যদিও রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ২০১৮ সালের ভাড়া আপাতত চালিয়ে যাওয়ার যে নির্দেশিকা আদালত দিয়েছে, সেই নির্দেশিকা মেনেই সাধারণ বাসে ন্যূনতম সাত টাকা এবং মিনিবাসে ন্যুনতম আট টাকা হারেই ভাড়া নিয়ে বাস চালাতে হবে।


আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'আমার কাজ শেষ হয়নি, মাঝ রাত পর্যন্ত চেম্বারেই থাকব', পালটা চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!


বাস মালিকদের পাল্টা হুঁশিয়ারি, তিন সপ্তাহের মধ্যে তাদের দাবি মতো ভাড়া না বাড়লে শহরের রাস্তা বাস মিনিবাস শূণ্য হয়ে যাবে।


অ্যাপ ক্যাব পরিষেবার অবস্থাও তথৈবচ। ৩০ হাজার থেকে কমে গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজারে। এসি চালানো নিয়ে চালক এবং সওয়ারির বচসা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার এর মোকাবিলায় হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।


আরও পড়ুন: Justice Abhijit Ganguly: বিচারাধীন বিষয়ে মুখ খোলায় 'সুপ্রিম' নির্দেশ, নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!


পুজোর আগেই হলুদ ট্যাক্সি, ওলা উবার সহ বিভিন্ন অ্যাপ ক্যাব চালিয়ে লভ্যাংশ ও মুনাফা থেকে বঞ্চিত গাড়ি এবং রাজ্যের গতিধারা প্রকল্পে লোন নিয়ে গাড়ি কিনেও যে সব মালিক বা চালক, তাদের হাতে বঞ্চনার শিকার, এদের সবাইকে এক ছাতার তলায় এনে রাজ্য পরিবহন দফতর নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা চালু করতে চলেছে।


যদিও এই বিষয়ে টেকনিকাল গাইড লাইন এখনও স্পষ্ট নয়। তাই আগামি সপ্তাহে পরিবহণ দফতরে টেকনিকাল টিমের সঙ্গে ফের বৈঠকে বসার ডাক দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব অপারেটর্স গিল্ডকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)