নিজস্ব প্রতিবেদন: গত বিধানসভা ভোটের প্রচারে ভবানীপুরে বিজেপির পুরনো কর্মী জুপিদার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন অমিত শাহ (Amit Shah)। ভবানীপুরে যখন উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে তখন অমিতকে দাওয়াত দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'দল অনুমতি দিলে অমিত শাহকে আমার বাড়িতে দাওয়াত দেব।'                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাদা ধুতি-পাঞ্জাবি পরে কেতাদুরস্ত মদন মিত্র (Madan Mitra) দেওয়াল লিখনে হাত লাগালেন রবিবার দুপুরে। নেত্রীর দীর্ঘদিনের সঙ্গী মদন বলেন,'এই উন্মাদনা দেখে মনে হয় আমিই মমতা। কে আমাকে আটকাবে?' 


গত বিধানসভা ভোটে ভবানীপুরে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বিজেপি। প্রচার করে গিয়েছেন জেপি নাড্ডা, অমিত শাহরা। শাহ তো দলের পুরনো কর্মীর বাড়িতে খাওয়া-দাওয়াও করেছিলেন। সেই প্রসঙ্গে মদনের (Madan Mitra) কটাক্ষ,'পার্টি অনুমতি দিলে অমিত শাহকে আমার বাড়িতে দাওয়াত দেব। আমি শুধু খাওয়াব- মোদক ও লাড্ডু। দিল্লির লাড্ডু দেব অমিতবাবুকে। একেবারে করোলবাগের গোলমার্কেট থেকে আনব মিঠাই। দিল্লির লাড্ডু জো খায়া ও পস্তায়া, যো নেহি খায়া ও ভি পস্তায়া। তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তিন দিন আগেই জন্মাষ্টমী হয়েছে না!' 


ভবানীপুরে বিজেপি প্রার্থী দিতে ভয় পাচ্ছে বলেও দাবি করেন মদন (Madan Mitra)। তাঁর কথায়,'একবার দিলীপ ঘোষকে অনুরোধ করছে নরেন্দ্র মোদী। আর একবার অমিত শাহকে। এখন ওদের মধ্যে এটা চলছে। দমদম নামব, ওড়িশায় যাব, মহারাষ্ট্রে যাব! ভবানীপুরে কেউ আসতে চাইছে না। ওহ লাভলি।'


আরও পড়ুন- By-Poll: সাবধানে কাজ করো, মদনদের দেওয়াল লিখতে দেখে গাড়ি থামালেন নেত্রী