নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে শুধুমাত্র ভবানীপুরে কেন উপনির্বাচন? নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)। সাংবিধানিক সঙ্কটের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। শোনা যাচ্ছে, আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে বিজেপি (BJP)। Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে দলের রাজ্য সভাপতি বলেন,'আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি।' যদিও দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এই সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভবানীপুরে নির্বাচন আটকাতে কি আইনি পদক্ষেপ করছে বিজেপি (BJP)? জবাবে শমীক ভট্টাচার্য বলেন,'উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে চলে যাবে না। বিজেপি ভবানীপুরে লড়বে। বাকি দু'টি কেন্দ্রেও লড়াই করবে।' বিজেপি সূত্রের খবর, শনিবার রাতে ভার্চুয়াল বৈঠকে উপভোট সংক্রান্ত রণনীতি নিয়ে আলোচনা করেছেন রাজ্য নেতারা। আদালতের দরজায় কড়া নাড়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে। বিজেপি যে এ ব্যাপারে ভাবনাচিন্তা করছে তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়,'আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি।'


করোনা পরিস্থিতিতে অন্য জায়গায় উপনির্বাচন হচ্ছে না। অথচ ব্যতিক্রম ভবানীপুর। কমিশনের এই 'দ্বি-নীতি'ই আদালতে তুলে ধরতে চাইছে বিজেপি (BJP)। তার ইঙ্গিত দিয়ে দিলীপ বলেন,'রাজ্যের কমিশন বলছে, পুরভোটের মতো পরিস্থিতি নেই। অথচ জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। অন্য রাজ্য বলছে ভোট করতে পারব না। স্বাভাবিক প্রশ্ন উঠছে এর পিছনে কোনও রহস্য নেই তো?' 


বিজেপির রাজ্য সভাপতি ও দলের মুখপাত্রের কথার মধ্যে তালমিল নেই কেন? এক বিজেপি নেতা বলেন,'আমাদের দলে রাজ্য নেতারা এই ধরনের সিদ্ধান্ত নেন না। কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত রায় দেয়।'     


কোভিড-সহ আট কারণ লিখে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল রাজ্য বিজেপি। ভবানীপুরে উপভোট নিয়ে গতকাল দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্য করেছিলেন,'নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হয়েছে।' শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন,'গোটা দেশে ৩১ বিধানসভা কেন্দ্রে নির্বাচন বকেয়া। নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে কেন শুধুমাত্র ভবানীপুরে উপভোটের ঘোষণা করা হল।'


আরও পড়ুন- By-Polls: ভবানীপুরে প্রার্থী Mamata Banerjee, ঘোষণা করল TMC


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)