নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতির চাপে নয়, উপরতলার চাপে ভিড় তত্ত্ব আনছে সিবিআই। নারদ মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধৃতদের জামিন আটকাতে  সিবিআই যে দ্রুততার সঙ্গে আবেদন করেছে, সে নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে চলছে নারদ মামলার শুনানি। এ দিন সিবিআই আইনজীবী তুষার মেহতাকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন,''গত মাসের ১৭ তারিখ আপনারা অভিযুক্তদের গ্রেফতার করেন। গ্রেফতারির পর নিম্ন আদালতে জামিন পেলেন তাঁরা। আপনি বলুন, আপনারা দু'দিন পর হাইকোর্টে মামলা করতে পারতেন। সেটা না করে এত দ্রুততার সঙ্গে এক্সট্রা অর্ডিনারি ভাবে আবেদন করলেন? সাধারণ প্রক্রিয়ায় আবেদন করলে কি তদন্তকারীদের সমস্যা হত?''


নিম্ন আদালতে জামিনের পর ডিভিশন বেঞ্চ আমাদের কোনও কথাই শোনেনি বলে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন প্রশ্ন করেন, সেদিন যা যা হয়েছে, তা কি বিচার প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে? অভিষেক মনু সিঙ্ঘভির বলেন,''কলকাতা শহরে যে কোনও প্রতিবাদ বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেটা কি নায়বিচারের পথে বাধা? এটা কি করে পক্ষপাত দুষ্ট হতে পারে!''


এ দিন আদালতে হলফনামা জমা দেন কল্যাণ বন্দোপাধ্যায়। তাতে দাবি করেছেন, পরিস্থিতি নয়, উপরতলার চাপে পড়ে ভিড় তত্ত্ব সামনে আনছে সিবিআই। সুব্রত মুখোপাধ্যায়কে আইনি সাহায্যের জন্য তিনি সিবিআই অফিসে গিয়েছিলেন। সেদিন ভিতরে তেমন ভিড় ছিল না।


আরও পড়ুন- 'ঘরছাড়া কর্মীরা, কেএসএ পালিয়েছে,' আর্তি Tathagata-র; এগিয়ে এলেন Chandrima