নিজস্ব প্রতিবেদন: নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা। অংকের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তভারও সিবিআই-কে (CBI) দেওয়া হল। কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee) সিবিআই (CBI) দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 


একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তাঁর রায়ে আরও স্পষ্ট করে দিয়েছেন যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। 


প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আবদুল গনি আনসারির দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।


আরও পড়ুন: Governor on Hanskhali: 'তদন্তকে প্রভাবিত করতে পারে', মুখ্যমন্ত্রীর 'হাঁসখালি-মন্তব্য' নিয়ে তোপ রাজ্যপালের


আরও পড়ুন: Damayanti Sen: রাজ্যের ৪ ধর্ষণ মামলার তদন্তে IPS দময়ন্তী সেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)