Covid Compensation: `স্বাস্থ্য ব্যবস্থা কি ভেঙে ফেলতে চান`? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
`অতিমারীর সময়ে কোনও গাফিলতির বরদাস্ত করা হবে না`।
নিজস্ব প্রতিবেদন: বাংলার জন্য পর্যাপ্ত টিকা চেয়ে যেদিন ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, সেদিন কোভিড মামলায় হাইকোর্টের প্রশ্ন মুখে পড়ল রাজ্য। আদালত জানতে চাইল, 'আপনারা কি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চান'? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের মন্তব্য, 'অতিমারীর সময়ে কোনও গাফিলতির বরদাস্ত করা হবে না'। কোভিড যোদ্ধারা কেন এখনও ক্ষতিপূরণ পাননি? ১২ অগাস্টের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।
রাজ্যে বিধিনিষেধ শিথিল হয়ে গিয়েছে অনেকটাই। রাজ্যের জন্য পর্যাপ্ত টিকা চেয়ে ফের চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, পুজোর পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার চিন্তাভাবনা শুরু হয়েছে। কোন শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে? মমতার জবাব, 'শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন'।
আরও পড়ুন: পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার ভাবনা, জানালেন Mamata
এদিকে আবার কোভিড ইস্যুতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। বাদ যায়নি কোভিড যোদ্ধাদের ক্ষতিপূরণের বিষয়টিও। এদিন সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, কোভিড আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরই রাজ্যকে একে এক প্রশ্নবাণে বিদ্ধ করে হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চায়, 'আপনারা কি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চান? এখনও কেন কোভিড যোদ্ধারা ক্ষতিপূরণ পাননি? কতজনইবা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন? ক্ষতিপূরণ দিতে কেন বিলম্ব'? রাজ্যকে ১২ অগাস্টের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেদিনই ফের মামলাটির শুনানি হবে।
এদিকে কোভিড টিকা বাংলায় প্রতি বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিয়ে অভিযোগ করলেন, 'বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বেশি টিকা পাঠাচ্ছে কেন্দ্র। বর্তমানে প্রতিদিন ৪ লক্ষ ডোজ দিচ্ছি। ১১ লক্ষ দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যের। শহরাঞ্চল ও জনঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও আমরা কম পরিমাণ টিকা পাচ্ছি।'
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)