নিজস্ব প্রতিবেদন: ব্যবধান দিন দশেকের। মাটিয়া- ইংরেজবাজার- দেগঙ্গা-বাঁশদ্রোণীর পর এবার নামখানা ধর্ষণকাণ্ডের তদন্তভারও দময়ন্তী সেনকে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তের অগ্রগতি দেখে CBI তদন্তের বিষয়টি বিবেচনা করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮ এপ্রিলের ঘটনা। সেদিন রাত ৩ টা নাগাদ নামখানায় ঘর থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার পথে আক্রান্ত হন এক গৃহবধূ। ধর্ষণের অভিযোগ ওঠে ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকী, ধর্ষণের পর গায়ে কেরোসিন ঢেলে নির্যাতিতাকে পুড়িয়ে মারারও চেষ্টা হয়! কিন্তু বাড়ির লোক টের পেয়ে যাওয়ায় বেঁচে যান তিনি। এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।


আরও পড়ুন: Chit fund: বিত্তশালীদের ডবল রিটার্নের টোপ, ২০০০ কোটির কেলেঙ্কারি! কলকাতায় জালে চিটফান্ড কর্তা


এদিকে নদিয়ার গাংনাপুরে গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। IPS দময়ন্তী সেনের (IPS Damayanti Sen) নজরদারিতে তদন্তে আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, এই ঘটনায় এখনও পর্যন্ত FIR দায়ের করেনি পুলিস। এমনকী, পুলিস সুপারের কাছে দরবার করেও কোনও সুরাহা মেলেনি। 


আরও পড়ুন: 'আগুন, আগুন, ঘরে আগুন লেগেছে', পোষা 'মিঠু'র চিৎকারেই প্রাণে বাঁচলেন দম্পতি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)