জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:গত বছর পুজো কমিটিগুলোকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ১০ হাজার টাকা অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এই বছর দুর্গাপুজোর কমিটিগুলি অনুদান পাবে ৭০ হাজার টাকা করে। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বিদ্যুতের জন্য আগে দুই-তৃতীয়াংশ বিল দিতে হত, এ বার থেকে এক-চতুর্থাংশ বিল দিতে হবে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Calcutta High Court: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী অফিসারকে সরানো নির্দেশ হাইকোর্টের!


এবার রাজ্য সরকারের এই ঘোষণা নিয়েই প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন তমলুকের দুর্গাপূজার অনুমতি সংক্রান্ত এক মামলায় এমনই মন্তব্য করেন বিচারপতি। রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, 'মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না এনিয়ে রোজ মামলা আসছে, আর দুর্গাপূজায় ৭০ হাজার?'


ঘোষণার সময়ে অনুদানের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুরু করেছিলাম ২৫ হাজার টাকা দিয়ে।আমাদের কাছে টাকা নেই।সরকার এর একদম টাকা নেই।যখন প্রয়জন হবে সাহায্য করবেন তো? ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম৷’ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আরও বলেন, ‘এমন নয় যে আমরা টাকা দিয়ে ক্লাবগুলিকে কিনে নিচ্ছি। তা নয়। আমাদের টাকা কম। টাকা নেই।’


সম্প্রতি, পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। অতীতে রাজ্যের পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন জনৈক সৌরভ দত্ত। এ বছরও ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়েছে আদালতের দ্বারস্থ হন তিনি।



আরও পড়ুন, Abhishek Banerjee: 'পারলে আমাকে আটকাও', চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানালেন ইডিতে নয়, দিল্লিতেই যাবেন!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)