জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বছরের শেষে ভাগ্য নির্ধারণ! নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এবার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। সঙ্গে সুবীকেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলী-সহ বাকিদেরও। কবে? আগামীকাল, মঙ্গলবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Calcutta High Court: দাম্পত্য সম্পর্কে স্ত্রীর বন্ধুর অযাচিত হস্তক্ষেপ এক ধরনের নিষ্ঠুরতা, বিবাহবিচ্ছেদ পেলেন স্বামী


নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্য়ায় এখনও জেলে। গারদের পিছনে দিন কাটছে শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহার মতো শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের। হাইকোর্টে জামিনে আবেদন করেছেন তাঁরা। গত মঙ্গলবার সেই মামলার শুনানি শেষ হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ। রায়দান স্থগিত ছিল।


এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনে আবেদন ম়ঞ্জুর করেছিলেন হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রায় খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরপর মামলা চলে যায় তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। গত মঙ্গলবার মামলাটির শুনানিও হয়। দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি।


এদিকে স্রেফ সিবিআই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডিও। সম্প্রতি সেই মামলায় অবশ্য় জামিন পেয়ে গিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ, ১ ফ্রেরুয়ারির মধ্যে জামিন দিতে হবে অভিযুক্তকে। তবে তার আগেই জমা দিতে হবে চার্জশিট।


আরও পড়ুন:  Gold Price: বড়দিনের আগে বড় খবর, এক ধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)