`বাজার দিয়ে হাতি গেলে পিছনে ঘেউ ঘেউ করে`, মেডিক্য়াল কলেজে পড়ুয়াদের বিক্ষোভে বেলাগাম নির্মল
বিক্ষোভকারীদের মধ্যে কিছু ছাত্র স্প্রে রঙ নিয়ে তৈরিই ছিলেন। মন্ত্রী গাড়ি থেকে নামতেই সক্রিয় হয়ে ওঠেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন : "বাম আমলে আমরাও বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু এভাবে অনুষ্ঠান বিঘ্ণ ঘটিয়ে বিক্ষোভ দেখানোর অধিকার কারও নেই। বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে।" কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে বললেন ক্ষুব্ধ নির্মল মাজি। শুধু তাই নয় মেজাজ হারিয়ে নির্মল মাজি আরও বলেন, "বাজার দিয়ে হাতি গেলে পিছনে ঘেউ ঘেউ করে।" যার পরিপ্রেক্ষিতে পড়ুয়ারা দাবি করেন, "তাঁদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে।" এরপর ফের বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা।
নিজের গড়েই আজ ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন নির্মল মাজি। মেডিক্যাল কলেজের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবসে তাঁকে শুনতে হল, 'গো ব্যাক' স্লোগান। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে নজিরবিহীন এই ঘটনা দেখে হকচকিয়ে যান অতিথিরাও। পড়ুয়ারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, মঞ্চে তখন উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা শিক্ষাও।
নির্মল মাজিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তাও কেন তিনি এসেছেন? এই প্রশ্নে বিক্ষোভে ফেটে পড়েন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ছাত্র স্প্রে রঙ নিয়ে তৈরিই ছিলেন। মন্ত্রী গাড়ি থেকে নামতেই সক্রিয় হয়ে ওঠেন তাঁরা। অনুষ্ঠান মঞ্চের প্রবেশপথের দুধারে দাঁড়িয়ে NRC, CAA নিয়ে স্লোগানও তোলেন ওই ছাত্ররা। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজির বিরুদ্ধে দ্বিচারিতার স্লোগানও দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন, একটা গাছ, ৩৬৩ প্রাণ! প্রাণাধিক প্রিয় গাছ বাঁচাতে দেহকে দাহ নয় সমাধিস্থ করেন বিষ্ণোইরা
ছাত্র বিক্ষোভে বিব্রত হয়ে পড়েন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হবু ডাক্তারদের গো ব্যাক স্লোগানের মুখে পড়ে সভামঞ্চ থেকেই তার জবাব দেন নির্মল মাজি। বলেন, "এইভাবে আন্দোলন হয় না। এভাবে অনুষ্ঠান বিঘ্ণ ঘটিয়ে বিক্ষোভ দেখানোর অধিকার কারও নেই।" শেষে মেজাজ হারিয়ে বেলাগাম হয়ে যান নির্মল মাজি। তাঁকে বলতে শোনা যায়, "বাজার দিয়ে হাতি গেলে পিছনে ঘেউ ঘেউ করে।"