কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাইয়ের কাজ শুরু হল
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সুরঞ্জন দাসের উপরই ভরসা রাখল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য বাছাইয়ের জন্য তৈরি হয়েছে একটি নতুন সার্চ কমিটি । কমিটির নেতৃত্বে রয়েছেন UGC-র প্রাক্তন চেয়ারম্যান বেদ প্রকাশ। কমিটিতে সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন সুরঞ্জন দাসও।
ওয়েব ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য সুরঞ্জন দাসের উপরই ভরসা রাখল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য বাছাইয়ের জন্য তৈরি হয়েছে একটি নতুন সার্চ কমিটি । কমিটির নেতৃত্বে রয়েছেন UGC-র প্রাক্তন চেয়ারম্যান বেদ প্রকাশ। কমিটিতে সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন সুরঞ্জন দাসও।
আরও প়ডুন- জ্বালানি নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট কাণ্ডে সাসপেন্ড ইন্ডিগোর দুই পাইলট
তিনি নিজে দীর্ঘদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তাঁর চলে যাওয়ার পর থেকেই এই সমস্যা দেখা দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অনেকেই মনে করছিলেন যাদবপুরে পুনর্নিয়োগ নিয়ে সরকারের সঙ্গে তার সংঘাতে জড়িয়ে পড়েছেন তিনি। তবে রাজ্যের নতুন সিদ্ধান্ত সেই জল্পনায় জল ঢেলে দিল। কলকাতার পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্যও সার্চ কমিটি তৈরি হয়েছে।