ওয়েব ডেস্ক: গতিধারা গাড়ি রাখা নিয়ে বচসা। মালিককে মারধর। গাড়ি ভাঙচুর। ঘটনায় এক মদ্যপ যুবককে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিস। পলাতক এক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে সত্রাশি পাড়ায়।


গলির গতিধারা গাড়ি রাখা নিয়ে রাজকুমার সোনকারের সঙ্গে প্রতিবেশী ২ যুবকের অশান্তি হয়। গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুজন গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে গাড়ির মালিক ও পরিবারকে মারধরও করা হয়। অভিযোগ করায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। অন্যজন পালায়। অভিযোগ, এরপর ধৃতদের বাড়ির লোকেরা গিয়ে রাজকুমার সোনকার এবং তাঁর পরিবারের লোকেদের হুমকি।


মণিপুরে সরকার গড়তে চলেছে বিজেপি


গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিক্কর