Primary TET: পরীক্ষায় পাস না করেই চাকরি? মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
প্রাথমিক টেটেও এবার নিয়োগে দুর্নীতির অভিযোগ। একাধিক মামলা দায়ের হাইকোর্টে। আগামিকাল, বুধবার শুনানি।
অর্ণবাংশু নিয়োগী: পরীক্ষায় পাস না করেই চাকরি? এবার নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রাথমিক টেটে। একাধিক মামলা দায়ের করা হল হাইকোর্টে। আগামিকাল, বুধবার শুনানি।
ঘটনাটি ঠিক কী? ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেটের আয়োজন করে রাজ্য় সরকার। চাকরি পাওয়ার আশায় পরীক্ষা দিয়েছিলেন বহু বেকার যুবক-যুবতীরা। অভিযোগ, টেটে পাস না করেই প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছেন ৮৬ জন। কীভাবে? তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। তাঁদের আশঙ্কা, সময় নষ্ট হলে নথিও নষ্ট হতে যেতে পারে। স্রেফ মামলা দায়ের করার অনুমতি, জরুরিভিত্তিতে এদিন শুনানিরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে শেষপর্যন্ত পিছিয়ে যায় প্রাথমিক টেট মামলার শুনানি।
আরও পড়ুন: Kolkata: ঝাঁঝরা ফুসফুসে জীবন দান! নাকে নল নিয়েই ১০ বছরের কালাম স্বপ্ন দেখে 'ডাক্তার হব'
এদিকে SSC নিয়োগে দুর্নীতির অভিযোগেও একাধিক মামলা চলছে হাইকোর্টে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে খোদ মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের অঙ্কিতার। এমনকী, ২ কিস্তিতে বেতনের টাকাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নিজাম প্যালেসে ২ দফায় পরেশ অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছে CBI।