নিজস্ব প্রতিবেদন: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hussain)। সিবিআই-এর হাতে গ্রেফতার বীরভূম জেলা তৃণমূল সভাপতির দীর্ঘদিনের অনুচর। এরই মধ্যে ধৃতের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজাম প্যালেসে যখন সায়গল হোসেনকে জেরা করছিলেন সিবিআই-এর তদন্তকারীরা। তখন নিউটাউনের একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চালান হয়। তদন্তকারীদের অনুমান ছিল, বেনামে ওই ফ্ল্যাটগুলো কিনেছিলেন সায়গল হোসেন। এরপর সেই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার ধৃত সায়গল হোসেনকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করবেন তদন্তকারীরা।


জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে সায়গল হোসেনকে জেরা করছিল সিবিআই। সূত্রের খবর, জেরায় বহু প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। জেরায় সাহায্য করছিলেন না। সূত্রের খর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকায়, তাকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে গরু পাচার মামলায় এই সায়গল হোসেনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। অভিযোগ, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) এই দেহরক্ষী দ্বারাই প্রভাবশালিদের হাতে বিপুল টাকা পৌঁছে যেত। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)