নিজস্ব প্রতিবেদন: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। গরু পাচার মামলায় গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার কাণ্ডেও সায়গলের নাম জড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে সায়গল হোসেনকে জেরা করছিল সিবিআই। সূত্রের খবর, জেরায় বহু প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি তিনি। জেরায় সাহায্য করছিলেন না। এছাড়া আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি থাকায়, তাকে গ্রেফতার করল সিবিআই। এর আগে গরু পাচার মামলায় এই সায়গল হোসেনের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। অভিযোগ, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) এই দেহরক্ষী দ্বারাই প্রভাবশালিদের হাতে বিপুল টাকা পৌঁছে গিয়েছিল। 


অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের অনুচর সায়গল হোসেন। বহুদিন ধরে সিবিআইয়ের নজরে রয়েছে ছিল সে। সূত্রের খর, সায়গলের ফোন থেকেই নানান কথোপকথন করতেন অনুব্রত। গরু ও কয়লা পাচারের লেনদেনের সঙ্গও নাকি তিনিই জড়িত। একাধিকবার সিবিআই জেরার মুখে পড়েছেন সায়গল।