Group-D Recruitment: অবশেষে SSC-র প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ CBI-র
হাইকোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদ।
নিজস্ব প্রতিবেদন: দিনভর কার্যত বেপাত্তা ছিলেন। অবশেষে নিজাম প্যালেসে SSC-র প্রাক্তন উপদেষ্টা। গ্রুপ ডি নিয়োগে মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা।
কেন এই জিজ্ঞাসাবাদ? SSC-র গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। এদিন শুনানিতে বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, স্কুলের বেআইনি নিয়োগে বেশিরভাগ ক্ষেত্রে SSC-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশেই কাজ হয়েছে। আদালতের কাছে সেই তথ্য রয়েছে। সিবিআইকে নির্দেশ দেন, বৃহস্পতিবার রাত ১২ টার মধ্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
এর আগে, SSC-র গ্রুপ-ডি নিয়োগে (D Recruitment) দু্র্নীতির মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায় খারিজ হয়ে গিয়েছিল ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে এক বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছিল।
আরও পড়ুন: Suvendu Adhikari: 'রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ-র অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে'
এদিকে ওই অনুসন্ধানকারী দল ভেঙে দিয়ে SSC-র গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপচি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সঙ্গে ৫৭৩ জনের চাকরি বাতিল, এমনকী বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্য়বধানে সেই নির্দেশেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। 'কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেধে দিচ্ছে'? বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবার দেশের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আর্জি জানান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীন এই বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়।