নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। সেই ডেডলাইন শেষ। ফলে মন্ত্রী এবং তাঁর মেয়ের বিরুদ্ধে FIR দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হতে হবে মন্ত্রীকে। আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। রুল ইস্যু করার আগে মন্ত্রী পরেশ অধিকারীকে শেষ সুযোগ দেন তিনি। 


SSC-তে মেয়ের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৮টার মধ্যে CBI দফতরে হাজির হওয়ার জন্য প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে (Paresh Adhikari) নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপর রাতেই মেয়েকে নিয়ে কলকাতায় আসার ট্রেনে ওঠেন পরেশ অধিকারী। কিন্তু সকালে শিয়ালদহ স্টেশনে নামার বদলে মাঝপথেই 'গায়েব' হয়ে যান সকন্যা মন্ত্রী। পরে ভিডিও ফুটেজে ভোরবেলা বর্ধমান স্টেশনে খোঁজ মেলে তাঁর। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)