নিজস্ব প্রতিবেদন: নারদাকাণ্ড নিয়ে ফের তোলপাড় রাজ্য রাজনীতি। সাতসকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে  ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করল সিবিআই। রেহাই পেলেন না কলকাতা পুরসভার প্রাক্তন  মেয়র শোভন চট্টোপাধ্যায়। FIR-র আর কাদের নামে রয়েছে? তাঁদের বিরুদ্ধে অভিযোগটাই বা কী? দেখে নেওয়া যাক একনজরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ: জনপ্রতিনিধি হিসেবে ঘুষ নেওয়া বা ঘুষ নিতে রাজি হওয়া ও ফৌজদারি ষড়যন্ত্র।


অভিযুক্ত:


  • মুকুল রায়, তখনকার রাজ্যসভার সাংসদ

  • মদন মিত্র, তখনকার বিধায়ক, রাজ্য়ের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী

  • সুলতান আহমেদ, তখনকার সাংসদ (লোকসভা)

  • ইকবাল আহমেদ, বিধায়ক 

  • ফিরহাদ হাকিম, পুর ও নগরোন্নয়নমন্ত্রী

  • সৌগত রায়, সাংসদ

  • কাকলি ঘোষদস্তিদার, সাংসদ

  • প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাংসদ

  • শুভেন্দু অধিকারী, তখনকার পরিবহণমন্ত্রী

  • শোভন চট্টোপাধ্যায়, তখনকার মন্ত্রী

  • সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী

  • এমএইচ আহমেদ মির্জা, IPS

  • অপরূপা পোদ্দার, সাংসদ

  • অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজন


প্রসঙ্গত, উলুবেড়িয়ার প্রাক্তন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ প্রয়াত। বাকিদের মধ্যে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়  মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে এদিন গ্রেফতার করেছে সিবিআই। তবে ধৃতদের সশরীরে আদালতে পেশ করা হবে না, চার্জশিট দেওয়া হবে ভার্চুয়ালি। সূত্রের খবর তেমনই।