ওয়েব ডেস্ক : নারদ তদন্তে তত্পর CBI। আজ সকাল পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে ২১টি ফাইল। ২ ঘণ্টার অডিও কথোপকথনের ট্রান্সক্রিপশন করা হয়েছে। সূত্রের খবর, ২ মন্ত্রীর সঙ্গে কথোপকথন রয়েছে ওই অডিও ক্লিপে। CBI আশাবাদী, আজই সব ফাইল খতিয়ে দেখতে পারবে তারা। আদালতের নির্দেশ ৭২ ঘণ্টার মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নারদ মামলায় দুই আবেদনকারীকে তলব CBI-এর


নারদ মামলায় প্রাথমিক তদন্তের কাজ গতকালই শুরু করেছে CBI। তারই অঙ্গ হিসেবে আজ মামলার দুই আবেদনকারী অমিতাভ চক্রবর্তী ও ব্রজেশ ঝাকে নিজাম প্যালেসে তলব করেছেন গোয়েন্দারা। অন্যদিকে আজই CBI ১২টি প্রশ্নের জবাব চেয়ে পাঠিয়েছে বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল।