কলকাতা: আজ ফের মিডল্যাণ্ড পার্কের সারদা গোষ্ঠীর কর্পোরেট অফিসে তল্লাসি চালালো সিবিআই। এই নিয়ে টানা তৃতীয় দিন চলছে তল্লাসি। এদিন সিবিআই তদন্তকারীদের সঙ্গে ছিলেন আর্মিন আরা। ইনি সুদীপ্ত সেনের এই অফিসের অ্যাকাউনটেন্ট ছিলেন। তাঁর কাছে সুদীপ্ত সেনের আর্থিক লেনদেনের বিষয়ে খবর রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে গত দুদিনে সিবিআই তদন্তকারীরা বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। যার মধ্যে রয়েছে বিল, ক্যাসবুক, ক্যাসভাউচার, অন্যান্য কোম্পানীর সঙ্গে হওয়া চুক্তিপত্র এবং কিছু নগদ ও আর্থিক লেনদেনের কাগজপত্র।


শুক্রবার সিবিআই তদন্তকারীরা মিডল্যাণ্ড পার্কের এই বাড়ির যাঁরা মালিক তাঁদের ডেকে পাঠান। বাড়িতে কোনও গুপ্ত জায়গা রয়েছে কিনা তা নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সুদীপ্ত সেনের প্রাক্তন এই কর্মীকে আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। সেই জিজ্ঞাসাবাদে সুদীপ্ত সেনের আর্থিক লেনদেনের বেশকিছু তথ্য উঠে আসে। সেই কারণেই এই কর্মীকে নিয়ে তল্লাসি বলে জানাচ্ছেন সিবিআই তদন্তকারীরা।