ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষের জবানবন্দি রেকর্ড করল সিবিআই। আজ প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সিবিআইয়ের এক আধিকারিক। অন্যদিকে এদিনই কর্নেল সৌমিত্র রায়কে জেরা করেন সিবিআই অফিসাররা। সারদার  নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি। তাঁর বক্তব্য, কুণাল ঘোষের পরামর্শে মিডিয়া ব্যবসায় টাকা ঢেলেই ডুবেছেন বলে তাঁকে জানিয়েছিলেন সুদীপ্ত সেন।
 
সিবিআইকে তাঁর আরও কিছু বলার আছে বলে সম্প্রতি  আদালতে  নিজেই জানান কুণাল ঘোষ। তারই জেরে বিচারক তাঁর জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন সিবিআইকে। শনিবার প্রেসিডেন্সি জেলে সিবিআইয়ের এএসপি পদমর্যাদার এক অফিসার কুণালের জবানবন্দি নেন। জেলের এক অফিসারও সেখানে ছিলেন। টানা আড়াই ঘণ্টার কথাবার্তায় এদিন সিবিআইয়ের কিছু প্রশ্নেরও জবাব দেন তিনি। তবে কুণাল ঘোষের গোপন জবানবন্দি নেওয়া হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি সিবিআই আধিকারিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারদার একসময়ের নিরাপত্তা উপদেষ্টা কর্ণেল সৌমিত্র রায়কেও শনিবার জেরা করেন সিবিআই অফিসাররা। তিনি শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বেই ছিলেন, নাকি তাঁর মাধ্যমে কোনও প্রভাবশালী ব্যক্তির  সঙ্গে সুদীপ্ত সেনের আলাপ হয়েছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সৌমিত্রবাবু সারদা কনস্ট্রাকশনের সিইও পদেও ছিলেন। তাঁর বক্তব্য, মিডিয়া ব্যবসায় টাকা ঢেলেই ডুবেছেন বলে তাঁকে জানিয়েছিলেন সারদাকর্তা সুদীপ্ত সেন।


সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য  কলকাতার নামী চা ব্যবসায়ী সজ্জন আগরওয়ালকেও তলব করেছে সিবিআই। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলে শনিবার সিবিআই দফতরে এসে জানান তাঁর আইনজীবী।  তাঁর ছেলে সন্ধির আগরওয়ালকে আগেই গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।