জিম্মায় নিল ফুটেজ ও ডিভাইস, নারদ কাণ্ডে প্রাথমিক তদন্তের কাজ শুরু করল CBI
নারদ কাণ্ডে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিল সিবিআই। গোয়েন্দাদের নজরে ফুটেজের অডিও কথোপকথন। এটি খতিয়ে দেখবেন তাঁরা। আর্থিক লেনদেনের নেপথ্যে অপরাধ ছিল কিনা, তাও বোঝার চেষ্টা করছে সিবিআই। আজই এই সংক্রান্ত ফুটেজ ও ডিভাইস নিজেদের জিম্মায় নিলেন গোয়েন্দারা।
ওয়েব ডেস্ক : নারদ কাণ্ডে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিল সিবিআই। গোয়েন্দাদের নজরে ফুটেজের অডিও কথোপকথন। এটি খতিয়ে দেখবেন তাঁরা। আর্থিক লেনদেনের নেপথ্যে অপরাধ ছিল কিনা, তাও বোঝার চেষ্টা করছে সিবিআই। আজই এই সংক্রান্ত ফুটেজ ও ডিভাইস নিজেদের জিম্মায় নিলেন গোয়েন্দারা।
হাইকোর্টের নির্দেশে এগুলি এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের লকারে রাখা ছিল। সকাল সাড়ে ১০টা নাগাদ সিবিআই দুর্নীতিদমন শাখার ৮ সদস্যের টিম পৌছে যায় ব্যাঙ্কে। টিমের নেতৃত্বে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর এ কে সিং, DIG অভয় সিং। এছাড়াও রয়েছেন SP, ACP নগেন্দ্র প্রসাদ।
হাইকোর্টের নির্দেশে গতকালই এই মামলার তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ভিডিও বিকৃত নয়, নারদকাণ্ডে সিবিআই তদন্তের রায় কলকাতা হাইকোর্টের