জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) তলব করল সিবিআই (Central Bureau Of Investigation)। আগামী ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায়  (municipality recruitment scam) নজরে রাজ্যের দমকলমন্ত্রী। ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, JU Student Death: হস্টেলের বারান্দায় টবে গাঁজার চাষ হতো, ধৃত পড়ুয়াদের মোবাইল ঘেঁটে উদ্ধার ছবি


২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। এবার এই অয়নের সাথে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তরেই হেভিওয়েটকে তলব।


পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই তদন্তের স্বার্থে তাঁকে ডাক পাঠানো হল বলে সিবিআই সূত্রে খবর। সম্প্রতি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। নানা নথি হাতে আসায় সেগুলি নিয়ে তদন্ত করতে শুরু করেছেন তদন্তকারীরা। তবে সুজিত বসুর বক্তব্য, 'আমি এমন কোনও নোটিস হাতে পাইনি।' 



আরও পড়ুন, JU Student Death: 'আলু'কে তলব বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির, হাজিরার পর কী বললেন অরিত্র?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)