নিজস্ব প্রতিবেদন: 'ভোট পরবর্তী হিংসা' (Post Poll Violence) মামলায় আগেই একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। এবার ওই চার ইউনিটের আলাদা আলাদা দল গঠন করল সিবিআই (CBI)। প্রত্যেক দলে রয়েছেন ২১ জন অফিসার। নেতৃত্বে থাকছেন একজন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, ৪ জন এসপি। বৃহস্পতিবারের মধ্যে বাছাই করা অফিসারদের কলকাতায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, 'ভোট পরবর্তী হিংসা'য় (Post Poll Violence) খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্ত করবে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ৪৩টি খুন ও ২৮টি মহিলাঘটিত অপরাধের মামলা রয়েছে। মোট চারটি দল গঠন করেছে সিবিআই। ১০৯ জন অফিসারের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে শতাধিক ভিন রাজ্যের। এ রাজ্যের বাসিন্দা হলে পক্ষপাতিত্ব বা স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। তা আঁচ করে সম্ভবত ভিন রাজ্যের অফিসারদের বাছা হয়েছে। দু'জন কলকাতা সিবিআইয়ের এসপি এবং তিন এসআই রয়েছেন। গোটা বিষয়টি দেখবেন ডিআইজি অখিলেশ সিং।


অন্যদিকে, স্থান সঙ্কুলান সিবিআইয়ের। বিশাল দলকে বসতে দেওয়ার মতো জায়গা নেই নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সে। তাই আলাদা জায়গা খোঁজা হচ্ছে। বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা থেকে বেশি অভিযোগ এসেছে। সে সব জেলার লাগোয়া এলাকায় অফিস খোঁজা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।


আরও পড়ুন- Covid-19: পুজোর পর স্কুল খুলতে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা, নির্দেশ নবান্নের


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)