সারদা কেলেঙ্কারির তথ্য পেতে মদন মিত্রকে দীর্ঘসময় হেফাজতে চায় CBI। মঙ্গলবার আদালতে সেই আবেদনই জানাবেন তাদের আইনজীবী। আজ সেবির দুই আধিকারিকের সামনে বসিয়ে জেরা করা হয় পরিবহণ মন্ত্রীকে।  অবৈধ ব্যবসা চালাতে সেবির দুই আধিকারিককে ঘুষ দিয়েছিলেন সারদা কর্তা। এই দুর্নীতিতে মধ্যস্থতা করেছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ব্যবসায়ী সন্ধির আগরওয়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুদীপ্ত সেনকে জেরায় এই তথ্য পেয়েই গ্রেফতার করা হয়েছিল ওই দুজনকে। সোমবার CGO কমপ্লেক্সে ডেকে প্রায় তিনঘণ্টা জেরা করা হয় সেবির দুই আধিকারিককে। তারপর তাঁদের বসিয়ে দেওয়া হয় মদন মিত্রের সামনে। সিবিআই সূত্রে খবর, দেবব্রত ও সন্ধিরের জেরায় মিলেছে সেবি-সারদা দুর্নীতিতে পরিবহণ মন্ত্রীর যোগসূত্র সোমবারই দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মদন মিত্রের অ্যাকাউন্ট ডিটেলস এসে পৌছেছে তদন্তকারীদের হাতে। তৈরি হচ্ছে মন্ত্রীর সম্পত্তির তালিকাও। খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাঁর মোবাইল কল ডিটেলস।