COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে এবার তলব করা করা হল সৃঞ্জয় বসুকে। আগামিকাল তলব করা হল তৃণমূলের এই সাংসদকে। বেশ কিছু নথি সহ তাঁকে তলব করা হয়েছে। দিনভর জেরা করা হতে পারে সৃঞ্জয়কে।


এদিকে, সারদাকাণ্ডে গ্রেফতার করা হল প্রাক্তন পুলিসকর্তা তথা তৃণমূল নেতা রজত মজুমদারকে।  রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে মোটা অঙ্কের বিনিময়ে সারদা গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিস কর্তার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। এই নিয়ে সারদাকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়াও সারদা কাণ্ডে অর্থ নয়ছয়েরও কিছু সূত্র পেয়েছেন তদন্তকারিরা। সে বিষয়েই আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।  বেশ কয়েকদিন ধরে তাঁর গ্রেফতারের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। প্রথমে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যোগ দিলেও পরেও কোম্পানির ডিরেক্টরও হন রজত মজুমদার।