ওয়েব ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এবার বসছে সিসিটিভি ক্যামেরা। সেখানে যাতায়াতে নজরদারি রাখতেই এই সিদ্ধান্ত। চলতি শিক্ষাবর্ষের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সোনাগাছি হত্যাকাণ্ড-একটি খুন, প্রশ্ন অনেক


উপাচার্যের দাবি, কোনও গন্ডগোল হলে সেইসময় বিশ্ববিদ্যালয়ে কারা ঢুকেছিলেন তার প্রমাণ না থাকায় অনেক সময় ব্যবস্থা নিতে পারেন না তারা। সিসিটিভি থাকলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে তাঁর আশা। বহিরাগত আটকাতে বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নিজে গেটে দাঁড়িয়ে আই কার্ড পরীক্ষা করেছিলেন। এবারই প্রথম পুজোর সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছিল।  পরিস্থিতি সামল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।