ওয়েব ডেস্ক : দশমী পেরিয়ে গিয়েছে তিনদিন। তবে মণ্ডপে মণ্ডপে তার পরেও ছিল প্রতিমা। তবে আজ সত্যিই উমাকে বিদায় জানাতে হবে। পূর্ণচ্ছেদ পড়বে বাঙালির বচ্ছরকার উত্সবে। বিদায় পর্বে চালতাবাগানে জমাজমাট সিঁদুর খেলায় তারকার মেলা। ছিলেন ঋতুপর্না সেনগুপ্ত, মুনমুন সেন, উষা উত্থুপ, অগ্নিমিত্রা পাল। দেবী বরণের পর একে অপরকে সিঁদুরে রাঙালেন তাঁরা।


অন্যদিকে, শারদীয়া উত্সবকে বিশ্বের দরবারে তুলে ধরতে ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বিসর্জনের আগে আজ চোখ ধাঁধানো শোভাযাত্রা রেড রোডে। থাকবে বাছাই করা উনচল্লিশটি দুর্গা প্রতিমা। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠান চলবে। শোভাযাত্রা শুরু হবে ফোর্ট উইলিয়মের সামনে থেকে।