ওয়েব ডেস্ক : মাধ্যমিক কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। আজ দুপুরে নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। প্রথমে পৌঁছন বেলতলা গার্লস হাইস্কুলে। তারপর ইউনাইটেড মিশনারি স্কুলেও যান। দুই স্কুলেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। স্কুলে ঢুকলেও, মুখ্যমন্ত্রী পরীক্ষার হলে যাননি। অভিভাবকদের সঙ্গে কথা বলে ফের নবান্নে ফেরেন। ভিড় এড়াতে কাউকে কিছু না জানিয়েই বেরিয়েছিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভূরি ভূরি অভিযোগ, অ্যাপোলো কর্তৃপক্ষকে নবান্নে তলব স্বাস্থ্যসচিবের


প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই, বাংলা, ইংরাজি ও ইতিহাস পরীক্ষা হয়ে গিয়েছে। কোথাও কোনও অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা খতিয়ে দেখতেই তাঁর এই সারপ্রাইজ ভিজিট বলে মনে করা হচ্ছে।