নিজস্ব প্রতিবেদন: ৬ নং এলগিন রোড থেকে উদ্ধার সদ্যোজাত শিশু।   ৬ মাসের শিশুপুত্রকে নিয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। তিনি পথচলতি মানুষকে বারবার করে শিশুটিকে নিয়ে নেওয়ার জন্য বলতে থাকেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন, স্থানীয় কাউন্সিলর অসীম বোস। তিনি খবর দেন ভবানীপুর থানায়। ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ শুরু করেন অসীম বোস। সেখানে যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর দেন। এরপরই যোগাযোগ করেন বাড়ির লোকেরা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থল থেকে কাউন্সিলার যে ফেসবুক লাইভটি শুরু করেছিলেন। সেখানে তিনি বলেন,  সকাল সাড়ে ১০টা নাগাদ শিশুটিকে দেখা যায় এক ব্যক্তির কোলে।  ওই ব্যক্তি নিজেকে জয়দীপ সেন বলে পরিচয় দিতে থাকেন। মাটিতে শুয়ে ছিলেন তিনি। পাশে ছিল ৬ মাসের শিশুটি। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন তিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবীও বলে পরিচয় দেন। কিন্তু, বাড়ির ঠিকানা বলতে পারেন না। 


ওই ব্যক্তির পরনে রয়েছে একটি সাদা জামা সঙ্গে থ্রিকোয়াটার প্যান্ট।  গলায় রয়েছে সোনার চেন, পকেটে ৫০০ টাকার নোটের বান্ডিল। টাক মাথা। ওই স্থানে শিশুটিকে ছেড়ে চলে যাচ্ছিলেন বলেও অনেকে মনে করছেন। লোকটির আচরণে সন্দেহজনক মনে হয় এলাকার বাসিন্দাদের। যে লাইভ অসীম বাবু করেছেন, সেখানে দেখা যাচ্ছে শিশুটিকে জল খাওয়ানোর সময় জয়দীপ সেন নামে পরিচয় দেওয়া ব্যক্তি বলেন,  এমনি জল দেবেন না, মিনারেল ওয়াটার দিন, পয়সা লাগবে। অথচ নিজের বাবা মায়ের নাম বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না ওই ব্যক্তি। ছবি তোলার জন্য স্থানীয় বাসিন্দারা ভিড় জমালে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, আমি বাড়ির ঠিকানা বলতে পারছি না সমস্যায় পড়েছি। আপনারা ছবি তুলছেন, খবরের কাগজে ফ্রন্ট পেজে ছাপবে খবর! মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলতে শোনা যায় তাঁকে। 


আপাতত দৃষ্টিতে মানসিক ভারসাম্যহীন বলেই মনে করা হচ্ছে।  শিশুটিকে কাউন্সিলরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।  যদি কেউ চিনতে পারেন তাহলে 9007787742 নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছিলেন কাউন্সিলর অসীম বোস। আদৌ এই সন্তান তাঁর কিনা, কোথায় থাকেন, খোঁজ শুরু করে ভবনীপুর থানার পুলিস। 


 


 



এরই মধ্যে ফোন আসে পরিবারের। তাঁরা জানিয়েছে, কাল রাতে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন অনির্বাণ মুখার্জি, (ওই ব্যক্তির নাম জয়দীপ সেন নয়) সকালে বাড়ি ফিরে এসে আবার বেরিয়ে যান। যাওয়ার সময় বাচ্চাকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। এরপর ফুলবাগান থানায় পরিবার নিখোঁজ ডায়েরি করা হয়। ফেসবুক লাইভ দেখেই তারা খোঁজ পায় বলে জানা যাচ্ছে। ওই ব্যক্তি কাঁকুড়গাছির বাসিন্দা। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই ব্যক্তি। বাচ্চাটির নাম দীজ মুখার্জি। অনির্বাণ মুখার্জির দুই জামাই বাবু আসছেন শিশুটিকে নিতে। পরিবারের লোক জানিয়েছেন, অনির্বাণ মুখার্জি করোনা পজেটিভ হওয়ার পরই তিনি অদ্ভুত আচরণ শুরু করেছেন।