নিজস্ব প্রতিবেদন: বাইপাসকে যানজট মুক্ত করতে ফের নতুন ফ্লাইওভার তৈরি করার ভাবনা নিয়েছে রাজ্য়সরকার।  তবে এর জন্য ভাঙা হবে চিংড়িঘাটার বর্তমান  ফ্লাইওভার। এমনই সিদ্ধান্ত নিয়েছে নগরোন্নয়ন দফতরের। গতবছর চিংড়িঘাটা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করার পর  বন্ধ হয়ে যায় বড় গাড়ি চলাচল। আপাতত চলছে  ছোট গাড়ি। তবে কতদিন তা চালানো যাবে এ নিয়ে ঘোর সংশয় রয়েই যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বর্ধমানে শুটআউট, স্বর্ণ ব্যবসায়ীয়ের থেকে ছিনতাই ২ লক্ষ টাকা-সহ সোনার গয়না


ওদিকে মাঠপুকুর থেকে ভেড়ি হয়ে যে ফ্লাইওভার বানানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় সেক্টর ফাইভ হয়ে নিউটাউন গামী সব গাড়ি চলছে সল্টলেক দিয়ে। এর জেরে বেশি লাগছে সময়। যানজটও নিত্যদিনের সঙ্গী। তাই নগরোন্নয়ন দফতরের সিদ্ধান্ত হয়েছে চিংড়িঘাটা ফ্লাইওভার ভেঙে নতুন ফ্লাইওভার তৈরি করা হবে। নতুন ফ্লাইওভার মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা হয়ে নিকোপার্ক পেরিয়ে শেষে যাবে নিউটাউন। এর জন্য বিস্তারিত প্রোজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে। অন্যান্য সব দফতরের গ্রিন সিগন্যাল পেলে নগরোন্নয়ন দফতরের নিজস্ব টাকাতেই ফ্লাইওভার তৈরি হবে। জানিয়েছেন মন্ত্রী ববি হাকিম।