নিজস্ব প্রতিবেদন: পারিবারিক অশান্তিতে ভয়ঙ্কর পরিণতি। ভরসন্ধেয় চিত্পুর থানা এলাকায় চলল গুলি। ওই গুলিতে মৃত ১। ঘটনায় এখনওপর্যন্ত আটক ৩ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-TMC ভেঙে খানখান; দিদির অত্যাচারে দল ছেড়ে ভুল জায়গায় পা দেবেন না, রাজীবদের বার্তা অধীরের


শনিবার সন্ধে ৬টা নাগাদ ওই ঘটনা ঘটে ২২ নম্বর চিত্পুর লকগেট এলাকায়। ঘটনার সূত্রপাত আঞ্জুম আখতার নামে নামে এক গৃহবধূকে নিয়ে। ক্যান্সার আক্রান্ত ওই মহিলার বিয়ের পর থেকে পরিবারে অশান্তি চলছিল। এনিয়ে আঞ্জুমের শ্বশুরবাড়ির আত্মীয় ও তার বাপের বাড়ির মধ্য়ে প্রায়ই ঝামেলা লেগে থাকতো।


সূত্রের খবর, শুক্রবার এনিয়ে আলোচনায় বসেছিল দুই পরিবার। সেখানেই অশান্তি থেকে তিন রাউন্ড গুলি চালান হয়। গুলিতে মারাত্মক আহত হন চিত্পুর করিম বক্স লেনের হুসেন দীন নামে এক ব্যক্তি। তিনি সম্পর্কে আঞ্জুমেক ননদাই। আহত হুসেনকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।


আরও পড়ুন-Exclusive: ' দলে কাজ করতে অসুবিধা হয়েছে', এবার বেসুরো Howrah-র বিদায়ী মেয়র


এখনও পর্যন্ত ওই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিস। সাহিদ হুসেন, মেহতাব আলম ও সার্দাম মাঝি নামে ওই ৩ যুবক গৃহবধূ আঞ্জুম আখতারের ভাইয়ের বন্ধু।