২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থীরা


দল প্রার্থীর নাম প্রার্থী পরিচয়
তৃণমূল নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক, অভিনেত্রী, সাংসদ সুদীপ ব্যানার্জির স্ত্রী
বামফ্রন্ট    

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ লোকসভা ভোটে কংগ্রেসের লিড ছিল ১৫৪৮ ভোটের। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল।


২০১৪ বিধানসভা উপনির্বাচনের ফলাফল-


শিখা মিত্র দলত্যাগ করে বিধায়ক পদ ছাড়ায় এই আসনে উপনির্বাচন হয়--


তৃণমূল প্রার্থী জয়ী হয় ১৪,৩৪৪ ভোটে।


দল প্রার্থী প্রাপ্ত ভোট
তৃণমূল নয়না বন্দ্যোপাধ্যায় ৩৮,৩২৮
বিজেপি রীতেশ তিওয়ারি ২৩,৯৮৪
কংগ্রেস সন্তোষ পাঠক ২৩,৩১৭
সিপিএম ফৈয়জ আহমেদ খান ৮,৮৯০

২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শিখা মিত্র জয়ী হয়েছিলেন ৫৭,৭৩৯ ভোটে। কংগ্রেসের সমর্থনে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন সোমেন মিত্রের পত্নি।