নিজস্ব প্রতিবেদন: বছরের শেষ। ছুটির মেজাজে আট থেকে আশি। বড়দিনের সকালে তাই ছুটির আনন্দ দিতে দলে দলে মানুষ হাজির হয়েছেন কলকাতা শহরের বিভিন্ন হলিডে ডেস্টিনেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকাল থেকেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল। দিনের শুরুতেই খোস মেজাজে ব়্যায়াল বেঙ্গল টাইগার। খাঁচার ভিতরে তার রাজকীয় পদচারণা দেখতে তাই সেখানেই উপচে পড়েছে ভিড়।


আরও পড়ুন: ফেডারেল ফ্রন্টের বার্তা নিয়ে নবান্নে কেসিআর, বললেন, শীঘ্রই পোক্ত ঘোষণা


নিকোপার্কের পরিস্থিতিও একই রকম। সেখানেও সকাল থেকেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। বাচ্চা-বয়স্ক সকলকেই বিভিন্ন রাইডের মজা নিতে দেখা গিয়েছে।


এদিকে ছুটির দিনে শীতের আমেজ যথারীতি অব্যাহত। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বছরের শেষে আরও কমবে তাপমাত্রা। ২৯ ডিসেম্বর থেকেই জাঁকিয়ে শীত পড়বে।


আরও পড়ুন: ৭২ ঘণ্টার জন্য বন্ধ ওলা, উবর! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি মালিকদের 


এখনই বিভিন্ন জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে জেলার তাপমাত্রাও আরও অনেক নামতে পারে।