নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। সরকারকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একইসঙ্গে আরও একবার শান্তিশৃঙ্খলা রক্ষার আবেদনও করেছেন।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তা পরিণত হয়েছে আইনে। সে কথা মনে করিয়ে দিয়ে রাজ্যপাল বলেন,''সংবিধানের মাধ্যমে একটা আইন তৈরি হয়েছে। সবাই, বিশেষ করে আমার মতো সাংবিধানিক পদাধিকারীদের তাতে ভরসা রাখা দরকার।''


রাজ্যে নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম না করে রাজ্যপাল এদিন বলেন,''গোটা দেশের জন্য আইন আনা হয়েছে। আমি মানতে রাজি নই, এটা কেউ বলতে পারেন না। সংবিধান মেনে যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা আইন চ্যালেঞ্জ করতে পারেন না। কেউ বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।''



দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন রাজ্যপাল। তাঁর বার্তা,''পশ্চিমবঙ্গের সবাইকে বিশেষ করে সরকারকে আমার আবেদন, অতীতে কী হয়েছে ভুলে গিয়ে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সেটা যদি না পারেন, পশ্চিমবঙ্গের শিক্ষা-সংস্কৃতির প্রতি অবমাননা করা হবে। যারা বিশৃঙ্খলা করছে তাদের ধরুন, অপরাধীদের চিহ্নিত করুন। সরকারকে আরও সক্রিয় হতে হবে। রাজনীতি করবেন না।''


 



 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বার্তা দিয়েছেন,"গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


আরও পড়ুন- বাংলা জ্বলছে না, অসমের মতো এখানে পুলিস গুলি চালায়নি: সৌগত রায়