নিজস্ব প্রতিবেদন: রাজ্যে এলেন কানহাইয়া কুমার। বিধাননগরে ইন্দ্রজিৎ গুপ্তের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনায় প্রত্যাশিতভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন সিপিআই নেতা। ঘোষণা করলেন, ''সরকার আমাদের নাগরিক না মানলে আমরাও সরকারকে মানি না।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে এসেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে টেনে এনে বর্তমান সরকারকে বিঁধলেন কানহাইয়া কুমার। মনে করিয়ে দিলেন, নেতাজির ধর্মনিরপেক্ষতার আদর্শ। কানহাইয়া কুমার বলেন,''আমাদের নাগরিক না মানলে আমরাও সরকার মানি না। তোমরা ইংরেজ হলে আমরা সুভাষচন্দ্র বোস হতে রাজি।''


নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে সমাজে মোদী সরকার বিভেদ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন কানহাইয়া কুমার। তাঁর হুঁশিয়ারি, ''জন্ম ও পরিচয়ের ভিত্তিতে ভেদাভেদ হলে সংবিধানের শপথ নিয়ে বলছি, বরদাস্ত করব না। বরদাস্ত করব না। যত ইচ্ছে শক্তি প্রয়োগ করুন।''


আরও একবার কানহাইয়ার মুখে উঠে এসেছে 'আজাদি'র স্লোগান। সিপিআই নেতা বলেন, তোমরা গুলামি করো আমরা আজাদির পক্ষে। ইংরেজদের মতো ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টায় ওরা।  তোমরা ইংরেজ হলে আমরা সুভাষচন্দ্র বোস হতে রাজি।''


আরও পড়ুন- খাস কলকাতায় ১ কোটির রয়্যাল বেঙ্গলের চামড়ার সওদা, ধরা পড়ল ৩