নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জ ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আরও একবার বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। অভিযোগ করলেন, তাঁর নামে ভুয়ো ভিডিয়ো ছড়াচ্ছে বিজেপি। আর বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ ফস্কে মমতা বললেন,''১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল গুলিতে।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বলেন,''সিপিএম তখন ভোট করাতে দিত না। এক একজনের ৫০টা তালিকায় নাম ছিল। 'নো আইডি কার্ড নো ভোট' পার্লামেন্টে বলতে গিয়েছিলাম। ১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল গুলিতে। তারপর থেকে লড়তে লড়তে এসে ওটা আমরা করেছিলাম।'' 


বলে রাখি, ১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে, এই দাবিতে মহাকরণ ঘেরাও অভিযান করে যুব কংগ্রেস। ওই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল তত্কালীন বাম সরকারের পুলিস। প্রাণ হারিয়েছিলেন ১৩ জন কর্মী। সেই থেকে প্রতিবছর ২১ জুলাই শহিদ তর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করেই তিনি বলেন "দলকে সামলান, মনে রাখবেন আপনি শুধু আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রী নন। একদিকে দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে, আগুন লাগানো আপনার কাজ না।"


আরও পড়ুন- সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, আইন মেনে চলাই কাম্য: রাজ্যপাল