নিজস্ব প্রতিবেদন : ফের শহরে অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক। মঙ্গলবার পথে নামবে না বারো হাজার অ্যাপ ক্যাব। কেন্দ্রের নয়া পরিবহণ আইন ও পুলিসি জুলুমের প্রতিবাদে আন্দোলন বাম সংগঠনের। যাত্রী ভোগান্তির আশঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদে মঙ্গলবার ক্যাব ধর্মঘটের ডাক দিল সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। পুলিশি জুলুম ও বিনা কারণে গাড়িচালকদের আইডি বাতিলের প্রতিবাদে এই ধর্মঘট বলে দাবি ধর্মঘটী সংগঠনের। এর পাশাপাশি ক্যাব কোম্পানিগুলির কমিশন ২৫% থেকে কমিয়ে ১৫% করার দাবি তুলেছে তারা। এর আগে জুলাইয়ের ১ ও ২ তারিখ অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দেয় ক্যাব মালিকদের সংগঠন।


আরও পড়ুন - গীতা পড়তে পড়তেই আত্মঘাতী বৃদ্ধ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার দেহ